সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন অন্ধসুপার মার্কেট ও চৌরঙ্গী সুপার মাঝ খান সাভার-বিরুলিয়া রোড দিয়ে সোজা পূর্ব দিকে ৫ কিলোমিটার যাওয়ার পর আকরান উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। মিরপুর ১নং শাহ আলী মাজার হতে বেঁড়ীবাধ রোড হয়ে সুইচ গেট পাড় হয়ে তুরাগ নদীর উপর ব্রীজরের হতে ৪কি:মি আকরান বাজার বাসষ্ট্যান্ড এর পশ্চিমে বিরুলিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। আশুলিয়া হতে চারাবাগ হয়ে দক্ষিন দিকে ৪কি:মি বিরুলিয়া ইউনিয়ন পরিষদ অবস্থিত। সাভার হতে লেগুনায়, রিসকা, অটোরিসকায় আসা যায়। মিরপুর থেকে মিনি বাসে আসা যায় এবং আশুলিয়া হতে বাস, অটোরিসকায় আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস