সাদুল্যাপুর বাজারটি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুরিয়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের সাদুল্যাপুর গ্রামে অবস্থান। এ বাজার সপ্তাহে দুই দিন বসে। দিন দুইটি হলো রবিবার ও বুধবার। এ বাজার তুরাগ নদীর পাশে বসে। এ বাজারে কাচা তরি তরকারি থেকে শুরু করে ফলমূল, মাছ, মাংস , বাশ নানা ধরণের প্রয়োজনীয় সামগ্রির সন্ধান মিলে। স্থানীয় লোকজন এ বাজার থেকেই তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে থাকে। বাজার টি নদী র ধারে হওয়ায় দূর দূরান্তের মানুষ খুব সহজেই প্রয়োজনীয় জিনিস নদী পথে নিয়ে চলাচল করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস