Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নাম
সাদুল্যাপুর বাজার
বিস্তারিত

সাদুল্যাপুর বাজারটি ঢাকা জেলার সাভার উপজেলার বিরুরিয়া ইউনিয়নের ০৪ নম্বর ওয়ার্ডের সাদুল্যাপুর গ্রামে অবস্থান। এ বাজার সপ্তাহে দুই দিন বসে। দিন দুইটি হলো রবিবার ও বুধবার। এ বাজার তুরাগ নদীর পাশে বসে। এ বাজারে কাচা তরি তরকারি থেকে শুরু করে ফলমূল, মাছ, মাংস , বাশ নানা ধরণের প্রয়োজনীয় সামগ্রির সন্ধান মিলে। স্থানীয় লোকজন এ বাজার থেকেই তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে থাকে। বাজার টি নদী র ধারে হওয়ায় দূর দূরান্তের মানুষ খুব সহজেই প্রয়োজনীয় জিনিস নদী পথে নিয়ে চলাচল করতে পারে।


ঠিকানা
বেগুনবাড়ী, বিরুলিয়া ,সাভার,ঢাকা। আকরান রোড থেকে সাদুল্লাপুর রোডে এ বাজারে গমন করতে হবে। সাভার বাজার বাসষ্ট্যান্ড হতে কমলাপুর হয়ে ও এ বাজারে আসা যাবে। মিরপুর হতে নৌ পথে ও আসা যাবে।
ইজারা মূল্য
৬০,০০,০০০
পরিচালনাকারী কর্তৃপক্ষ
দরবেশ আলী
আয়তন
60 dicim
চান্দিনা ভিটির সংখ্যা
১৫