ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে বিরুলিয়া গ্রামে ০৬ নং ওয়ার্ডে অবস্থিত। এই হাট বিরুলিয়া ব্রিজ থেকে ১ কিলোমিটার ভিতরে অবস্থিত, বিরুলিয়া হাটের চারপাশে নদী রয়েছে, বিরুলিয়া বটতলা থেকে েএকটু দূরে বিরুলিয়া হাট বসে, এ বাজারে কাচাবাজার থেকে শুরু করে , ফলমূল মাছ, মাংস সকল কিছুর সন্ধান মিলে। বিরুলিয়া থেকে মিরপুর শহর খুব কাছে তােই স্বাভাবিক ভাবে মিরপুর শহরের সকল লোকজন বিরুলিয়া হাটে আসে। বিরুলিয়া হাট একটি ৈঐত্যিবাহী হাট। ৈএ হাটের সকল দিকে পুরানো জমিদার বাড়ী রয়েছে।
ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিরুলিযা গ্রামের মাঝে অবস্থিত। বিরুলিয়া ব্রিজ থেকে ১ কিলোমিটার দক্ষিণে এ বাজার যেতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস